ঢাকা, শনিবার, ১ ভাদ্র ১৪৩২, ১৬ আগস্ট ২০২৫, ২১ সফর ১৪৪৭

জাতীয়

'মাদক কারবারি মাটির নিচে থাকলেও তুলে আনা হবে'

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩:১৬, মার্চ ১১, ২০২০
'মাদক কারবারি মাটির নিচে থাকলেও তুলে আনা হবে' .

ব‌রিশাল: বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (উত্তর) মো. খায়রুল আলম বলেছেন, মাদক কারবারি যদি মাটির নিচেও থাকে আমরা তাকে তুলে আনতে সক্ষম, তথ্য দিয়ে সহায়তা করুন।

মঙ্গলবার (১০ মার্চ) এয়ারপোর্ট থানা কর্তৃক আয়োজিত ওপেন হাউজ ডে-তে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এসময় উপ-কমিশনার (উত্তর) মো. খায়রুল আলম বলেন, আমি আমার এলাকায় কোনো নয়ন বন্ড তৈরি হতে দেবো না।

কোথাও কোনো অপরাধ দানা বাঁধার পূর্বেই আমাদের পর্যায়ক্রমে অবগত করতে পারেন, আমরা যদি আপনাদের সেবা নিশ্চিত করতে কোনো প্রকার গাফিলতির কারণ হই এই ওপেন হাউজ ডে-তে আপনার অভিযোগ সকলের সামনে উপস্থাপন করতে পারবেন। সেবা প্রাপ্তিতে কোনো  প্রকার অর্থনৈতিক লেনদেনের প্রয়োজন হয় না, আপনাদের রাজস্বের টাকায় বেতন-রেশন দেয়া হয়, আপনাদের আস্থার সংকট দূরীকরণের মাধ্যমে চাহিদা অনুযায়ী সেবা পৌঁছাতে।

এয়ারপোর্ট থানার পরিদর্শক (তদন্ত) শেখ মোহাম্মদ ফয়সালের সঞ্চালনায় সভাপতির বক্তব্যে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ বিন আলম বলেন, থানায় সেবা নেয়ার জন্য কেউ কোনো প্রকার দালালদের শরণাপন্ন হবেন না, এ থানায় দালাল বাটপারের কোনো জায়গা নেই, পুলিশি সেবা পেতে ঘুষের কোনো সুযোগ নেই।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর) মো. আবুল কালাম আজাদ, সহকারী পুলিশ কমিশনার ট্রান্সপোর্ট অ্যান্ড এয়ারপোর্ট জোন মো. রবিউল ইসলাম শামীম, এয়ারপোর্ট থানার পরিদর্শক (অপারেশন) মো. মোস্তাফিজুর রহমান সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

বাংলা‌দেশ সময়: ০৩১৬ ঘন্টা, মার্চ ১১, ২০২০
এমএস/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।