ঢাকা, বুধবার, ২৯ শ্রাবণ ১৪৩২, ১৩ আগস্ট ২০২৫, ১৮ সফর ১৪৪৭

জাতীয়

৮ নারীকে সম্মাননা দিল ফ্রিডম স্যানিটারি

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:১৪, মার্চ ৯, ২০২০
৮ নারীকে সম্মাননা দিল ফ্রিডম স্যানিটারি সম্মাননা অনুষ্ঠান।

ঢাকা: সম্প্রতি দেশবরেণ্য আটজন নারীকে ‘আউটস্ট্যান্ডিং উইম্যান অ্যাওয়ার্ড’ দিয়েছে ফ্রিডম স্যানিটারি ন্যাপকিন। আটটি বিশেষ ক্যাটাগরিতে আটজন নারীকে বিশেষ সম্মাননা দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) প্রেসিডেন্ট রুবানা হক।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসি আই কনস্যুমার ব্র্যান্ডসের ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ আলমগীর, এসি আই কনস্যুমার ব্র্যান্ডসের বিজনেস ডিরেক্টর মো. কামরুল হাসান ও মার্কেটিং ম্যানেজার খন্দকার ইশতিয়াক আহমদ।

সম্মাননাপ্রাপ্তরা হলেন-মেডিক্যাল সায়েন্স ড. সামিনা চৌধুরী, প্রেসিডেন্ট, অবস্টেট্রিকাল অ্যান্ড গাইনীকোলজিকাল সোসাইটি অব বাংলাদেশ, সোশ্যাল সার্ভিস সৈয়দা রিজওয়ানা হাসান, প্রধান নির্বাহী, বাংলাদেশ এনভায়রনমেন্টল ইয়ার্স অ্যাসোসিয়েশন (বেলা), উদ্যোক্তা আফরোজা বেগম, ব্যবস্থাপনা পরিচালক, খান’স কিচেন শিক্ষা আসমা সুলতানা, প্রধানশিক্ষিকা, ইসলামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কর্পোরেট শারমিন সুলতান, ডিরেক্টর, হিউম্যান রিসোর্সেস, ব্র্যাক ইন্টারন্যাশনাল, ক্রীড়া শিরিন আক্তার, স্প্রিন্টার, ফ্যাশন পিয়াজান্নাতুল (মডেল) সঙ্গীত নাজমুন মুনিরা ন্যান্সি (কণ্ঠশিল্পী)।

অনুষ্ঠানে বাংলাদেশের বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠানে কর্মরত প্রায় পাঁচ শতাধিক নারী অংশগ্রহণ করেন। ফ্রিডম স্যানিটারি ন্যাপকিনের এ উদ্যোগ বাংলাদেশের নারীদের সামনে আরও এগিয়ে যেতে অনুপ্রেরণা যোগাবে বলে অতিথিরা আশাবাদ ব্যক্ত করেন।

বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, মার্চ ০৯, ২০২০
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।