ঢাকা, বুধবার, ২৯ শ্রাবণ ১৪৩২, ১৩ আগস্ট ২০২৫, ১৮ সফর ১৪৪৭

জাতীয়

পঞ্চগড়ে করোনা প্রতিরোধে স্বাস্থ্য বিভাগের সভা 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৪৬, মার্চ ৯, ২০২০
পঞ্চগড়ে করোনা প্রতিরোধে স্বাস্থ্য বিভাগের সভা 

পঞ্চগড়: করোনা ভাইরাস প্রতিরোধের লক্ষ্যে পঞ্চগড়ে জেলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০৯ মার্চ) বিকেলে পঞ্চগড় সিভিল সার্জনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। 

সভায় বক্তারা বলেন, সারাবিশ্বে বর্তমানে করোনা ভাইরাস মারাত্মক আকার ধারণ করেছে। বাংলাদেশেও ৩ জন রোগী শনাক্ত হয়েছে।

আমাদের সবাইকে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে হবে। যাতে করে এ ভাইরাস বেশি ছড়াতে না পারে। এছাড়া সভায় করোনা ভাইরাস নিয়ে অহেতুক আতঙ্কিত না হতে সচেতনতা সৃষ্টির আহবান জানানো হয়।

পঞ্চগড় জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন- পঞ্চগড় জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট, অতিরিক্ত পুলিশ সুপার মো. নাঈমুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল মান্নান, সিভিল সার্জন ফজলুর রহমান, সদর উপজেলার চেয়ারম্যান আমিরুল ইসলাম প্রমুখ।

পঞ্চগড় সিভিল সার্জন ফজলুর রহমান জানান, পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের চার তলায় পাঁচটি রুমে ১০টি আইসোলেশন ইউনিট গঠন করা হয়েছে। জরুরি সমস্যা মোকাবেলায় জেলা স্বাস্থ্য বিভাগ সবসময় প্রস্তুত রয়েছে।

বাংলাদেশ সময়: ২০৪৪ ঘণ্টা, মার্চ ০৯, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।