ঢাকা, বুধবার, ২৯ শ্রাবণ ১৪৩২, ১৩ আগস্ট ২০২৫, ১৮ সফর ১৪৪৭

জাতীয়

করোনা আক্রান্ত নারায়ণগঞ্জের দু’জনের অবস্থা উন্নতির দিকে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৫৩, মার্চ ৯, ২০২০
করোনা আক্রান্ত নারায়ণগঞ্জের দু’জনের অবস্থা উন্নতির দিকে

নারায়ণগঞ্জ: বাংলাদেশে প্রথমবারের মতো যে তিনজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে দু’জন নারায়ণগঞ্জের বাসিন্দা। ঢাকার রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) তারা চিকিৎসাধীন। তবে দু’জনেরই শারীরিক অবস্থা উন্নতির দিকে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন ইমতিয়াজ আহমেদ।

সোমবার (৯ মার্চ) বাংলানিউজকে একথা জানান তিনি।

রোববার (৮ মার্চ) রাতে নারায়ণগঞ্জ থেকে মোট তিনজনকে পরীক্ষা-নিরীক্ষার জন্য ঢাকায় নেওয়া হয়।

একজনের রিপোর্ট ভালো পাওয়ায় তাকে রাতেই ফেরত পাঠানো হয়। আক্রান্ত অপরজন কোন এলাকার এখনও সেটা জানা যায়নি।

নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন ইমতিয়াজ আহমেদ বলেন, নারায়ণগঞ্জ থেকে তিনজনকে রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) নিয়ে যাওয়া হয়েছিল। রোববার তারা সেখানে ভর্তি হন। পরীক্ষা শেষে একজনের শরীরে কোনো ধরনের পজিটিভ রিপোর্ট পাওয়া যায়নি। ফলে তাকে রাতেই নারায়ণগঞ্জ নিয়ে আসা হয়েছে। এছাড়া সেখানে ভর্তি অপর দু’জনের অবস্থাও উন্নতির দিকে। তাদের আইইডিসিআরে রাখা হয়েছে।

এ ব্যাপারে নারায়ণগঞ্জবাসীকে কোনো ধরনের আতঙ্কিত না হওয়ার অনুরোধ জানিয়েছেন জেলা সিভিল সার্জন ইমতিয়াজ আহমেদ।  

তিনি বলেন, তিনজন আক্রান্ত রোগী পাওয়া গেছে দেশে। এদের দু’জন নারায়ণগঞ্জের হলেও স্বাভাবিক জীবনযাপনে নগরবাসীর কোনো ধরনের সমস্যা নেই।

জানা যায়, নারায়ণগঞ্জের দুজন কয়েকদিন আগে ইতালি থেকে দেশে আসেন। পরবর্তীকালে জ্বর অনুভব করলে তারা একটি ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা করান। সেখান থেকে চিকিৎসকরা রাজধানীতে সংশ্লিষ্ট দপ্তরে এ বিষয়ে অবহিত করেন। পরে দফায় দফায় তাদের দু’জনসহ স্বজনদের পরীক্ষা-নিরীক্ষা করা হয়।

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, মার্চ ০৯, ২০২০
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।