ঢাকা, বুধবার, ২৯ শ্রাবণ ১৪৩২, ১৩ আগস্ট ২০২৫, ১৮ সফর ১৪৪৭

জাতীয়

গাজীপুরের আদালত থেকে আসামির পগারপার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:১১, মার্চ ৯, ২০২০
গাজীপুরের আদালত থেকে আসামির পগারপার গাজীপুর

গাজীপুর: গাজীপুরের আদালত এলাকা থেকে মামলার হাজিরা দিতে গিয়ে অস্ত্র মামলাসহ কয়েকটি মামলার এক আসামি পালিয়ে গেছেন।

সোমবার (৯ মার্চ) সকালে প্রিজনভ্যান থেকে আদালতের হাজতে নেওয়ার সময় এ ঘটনাটি ঘটে।

পলাতক আসামি হলেন কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানার চরটেকীপাড়া এলাকার আব্দুস সালাম মিয়ার ছেলে শাহিন আলম ওরফে সবুর (৩৫)।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার ও গাজীপুর জেলা কারাগার থেকে প্রিজনভ্যান করে ৫০ জন আসামিকে হাজিরা দেওয়ার জন্য আদালতে নেওয়া হচ্ছিল। এ সময় প্রিজনভ্যানটি গাজীপুর আদালতের হাজতের পাশে পৌঁছালে আসামিদের নেওয়ার সময় শাহিন আলম ওরফে সবুর পালিয়ে যায়।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার দুইয়ের জেলার মো. বাহারুল ইসলাম জানান, সকালে গাজীপুর আদালতে হাজিরা দেওয়ার জন্য শাহিন আলম ওরফে সবুরসহ বেশকিছু আসামিকে কারাগার থেকে প্রিজনভ্যান করে পুলিশ হেফাজতে নিয়ে যাওয়া হয়। পরে আদালত এলাকা থেকে শাহিন আলম পালিয়ে যায়। আদালত পুলিশের হেফাজত থেকে তিনি পালিয়ে যায়। শাহিন আলম গত বছরের ২২ অক্টোবর থেকে এ কারাগারে বন্দি ছিল। তার বিরুদ্ধে অস্ত্র ও মাদকসহ তিন থেকে চারটি মামলা রয়েছে।

গাজীপুর মেট্রোপলিটনের কোর্ট পরিদর্শক আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, প্রিজনভ্যান থেকে আদালত হাজতে নেওয়ার সময় শাহিন আলম কৌশলে পালিয়ে যায়।

এ ব্যাপারে যাদের গাফলতি রয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৭০৪ ঘণ্টা, মার্চ ০৯, ২০২০
আরএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।