সোমবার (০৯ মার্চ) দুপুর দেড়টার দিকে ওই সড়কের পাশে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের গাছ কাটার সময় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ধামরাইয়ের বাইচাল গ্রামের নুরু (৬৫), ধামরাইয়ের কামারপাড়া গ্রামের শামসুল (৭০), তেলিগ্রামের মাজেদা (৬৫) ও একই গ্রামের আয়শা (৬০)।
বালিয়া ইউনিয়ন পরিষদ থেকে বয়স্ক ভাতা বাছাইপ্রক্রিয়ায় অংশগ্রহণ শেষে তারা বাড়ি ফিরছিলেন বলে জানান স্থানীয়রা।
ধামরাই থানার পরিদর্শক (ওসি) দীপক চন্দ্র শাহ বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৪৫৯ ঘণ্টা, মার্চ ০৯, ২০২০
এনটি/আরএ