ঢাকা, বুধবার, ২৮ শ্রাবণ ১৪৩২, ১৩ আগস্ট ২০২৫, ১৮ সফর ১৪৪৭

জাতীয়

জরুরি বৈঠক ডেকেছে স্বাস্থ্য মন্ত্রণালয়

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:১৪, মার্চ ৯, ২০২০
জরুরি বৈঠক ডেকেছে স্বাস্থ্য মন্ত্রণালয়

ঢাকা: করোনা ভাইরাস সংক্রান্ত বিষয়ে জরুরি বৈঠক ডেকেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

 

সোমবার (০৯ মার্চ) বিকেল ৩টায় এ বৈঠক অনুষ্ঠিত হবে। সচিবদের নিয়ে বৈঠকটি অনুষ্ঠিত হবে।

বৈঠকের পর স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘করোনা ভাইরাস সংক্রান্ত বিষয়ে’ বিকেল ৪টায় ব্রিফ করবেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

বাংলাদেশে তিনজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে নিশ্চিত করেছে রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)। সরকারের এই প্রতিষ্ঠানটি বলছে,  দেশে তিনজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এছাড়া পর্যবেক্ষণে রয়েছেন দুইজন।  

রোববার (০৮ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে রাজধানীর মহাখালীর আইইডিসিআর-এর কার্যালয়ে প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ তথ্য জানান।  

বাংলাদেশ সময়: ১১১০ ঘণ্টা, মার্চ ০৯, ২০২০
এমআইএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।