ঢাকা, বুধবার, ২৮ শ্রাবণ ১৪৩২, ১৩ আগস্ট ২০২৫, ১৮ সফর ১৪৪৭

জাতীয়

কলারোয়ায় পুকুর থেকে নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:২১, মার্চ ৯, ২০২০
কলারোয়ায় পুকুর থেকে নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার

সাতক্ষীরা: সাতক্ষীরার কলারোয়া উপজেলায় পুকুর থেকে সোনা সরদার ওরফে পাগল নামে নিখোঁজ এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

সোমবার (০৯ মার্চ) সকালে উপজেলার কাকডাঙ্গা সরদার পাড়ার একটি পুকুর থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় হত্যাকারী সন্দেহে স্থানীয় জনতা রিপন নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশে দিয়েছে।

 

নিহত সোনা সরদার ওই গ্রামের মৃত আব্দুস সাত্তার সরদারের ছেলে। এছাড়া আটক রিপনও ওই গ্রামের শহীদুল্লাহর ছেলে।

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনীর উল গিয়াস বাংলানিউজকে বলেন, পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। এছাড়া রিপনকে আটক করে থানায় আনা হয়েছে। পুলিশ হত্যাকাণ্ডের রহস্য উন্মোচনে কাজ শুরু করেছে।

বাংলাদেশ সময়: ২২১৬ ঘণ্টা, মার্চ ০৯, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।