ঢাকা, বুধবার, ২৮ শ্রাবণ ১৪৩২, ১৩ আগস্ট ২০২৫, ১৮ সফর ১৪৪৭

জাতীয়

আশুলিয়ায় হামলার শিকার যুব মহিলা লীগ নেত্রী, আটক ৩

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬:২৩, মার্চ ৯, ২০২০
আশুলিয়ায় হামলার শিকার যুব মহিলা লীগ নেত্রী, আটক ৩

সাভার (ঢাকা): সাভারের আশুলিয়ায় ডিস ব্যবসাকে কেন্দ্র করে যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মণিকা হাসানের (২৮) ওপর হামলা হয়েছে। এ ঘটনায় ৩ জনকে আটক করেছে পুলিশ।

রোববার (০৮ মার্চ) আশুলিয়া থানা থেকে গ্রেফতার আসামিদের আদালতে পাঠানো হয়।

এর আগে, শনিবার (০৭ মার্চ) বিকেলে আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের দক্ষিণ বাইপাইল এলাকায় মণিকার ওপর হামলা চালানো হয়।

পরে ১৫ জনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করেছেন মণিকার বাবা আব্দুল মজিদ। মামলার পরিপ্রেক্ষিতে রাতেই অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক তিনজন হলেন- মোস্তফা (৪৫), আমির হোসেন (৩৫) ও সাকিল হোসেন (২৫)।

এজাহার সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে আশুলিয়ার বাইপাইল থেকে দক্ষিণ বাইপাইল এলাকায় নিজ বাড়িতে ফিরছিলেন মণিকা হাসান। এসময় তিনি বাড়ির কাছে পৌঁছালে তার ওপর হামলা চালানো হয়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিক্যালে ভর্তি করে স্থানীয়রা।

এ বিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ মুন্সী বাংলানিউজকে বলেন, কালকেই অভিযোগের ভিত্তিতে ৩ জনকে আটক করা হয়েছে। আটক আসামিদের গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

বাংলাদেশ সময়: ০৬২২ ঘণ্টা, মার্চ ০৯, ২০২০
এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।