ঢাকা, বুধবার, ২৮ শ্রাবণ ১৪৩২, ১৩ আগস্ট ২০২৫, ১৮ সফর ১৪৪৭

জাতীয়

মুজিববর্ষ উপলক্ষে আঞ্জুমানকে রিহ্যাবের আর্থিক সহায়তা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩:৩৩, মার্চ ৯, ২০২০
মুজিববর্ষ উপলক্ষে আঞ্জুমানকে রিহ্যাবের আর্থিক সহায়তা

ঢাকা: মুজিববর্ষ উপলক্ষে আঞ্জুমান মুফিদুল ইসলামকে বিশেষ আর্থিক সহায়তা দিয়েছে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)।

রোববার (০৮ মার্চ) বিকেলে আঞ্জুমান মুফিদুল ইসলামের কার্যালয়ে রিহ্যাবের পক্ষ থেকে চেক হস্তান্তর করেন সংস্থাটির প্রেসিডেন্ট আলমগীর শামসুল আলামিন (কাজল) এবং প্রথম ভাইস প্রেসিডেন্ট লিয়াকত আলী ভূইয়া।   

চেক হস্তান্তর অনুষ্ঠানে রিহ্যাব প্রেসিডেন্ট আলমগীর শামসুল আলামিন আঞ্জুমান মুফিদুল ইসলামের বিভিন্ন সেবামূলক কার্যক্রমের প্রশংসা করেন।

আগামীতে তাদের সেবার পরিধি আরও বাড়বে এমন প্রত্যাশা ব্যক্ত করেন।

প্রতিষ্ঠানটির ট্রাস্টি ও ভাইস প্রেসিডেন্ট এবং সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেস্টা এম হাফিজ উদ্দিন খান রিহ্যাব নেতাদের ধন্যবাদ জানান।

বাংলাদেশ সময়: ০৩৩২ ঘণ্টা, মার্চ ০৯, ২০২০
আরকেআর/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।