ঢাকা, বুধবার, ২৮ শ্রাবণ ১৪৩২, ১৩ আগস্ট ২০২৫, ১৮ সফর ১৪৪৭

জাতীয়

আখাউড়ায় ৯৭৮০ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩:৩০, মার্চ ৯, ২০২০
আখাউড়ায় ৯৭৮০ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ৯ হাজার ৭৮০ পিস ইয়াবা ট্যাবলেট ও তিনটি মোবাইলফোনসহ সাইফুল ইসলাম নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

রোববার (০৮ মার্চ) রাতে উপজেলার সেনারবাদী এলাকা থেকে তাকে আটক করা হয়। সাইফুল নরসিংদী জেলার ব্রাহ্মণদি গ্রামের বাসিন্দা।

বিজিবির ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. গোলাম কবির জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিওপির বিশেষ টহল সীমান্ত পিলার ২০২৪ থেকে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সেনারবাদী নামক স্থানে অভিযান পরিচালনা করে ৯ হাজার ৭৮০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৩ টি মোবাইলসহ ১ জনকে আটক করে।

এ ঘটনায় তার বিরুদ্ধে আখাউড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ০৩৩০ ঘণ্টা, মার্চ ০৯, ২০২০
এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।