ঢাকা, বুধবার, ২৮ শ্রাবণ ১৪৩২, ১৩ আগস্ট ২০২৫, ১৮ সফর ১৪৪৭

জাতীয়

মানুষ হিসেবে নারীর মর্যাদা প্রতিষ্ঠার দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:২৭, মার্চ ৮, ২০২০
মানুষ হিসেবে নারীর মর্যাদা প্রতিষ্ঠার দাবি বাংলানিউজ

ঢাকা: আন্তর্জাতিক নারী দিবস পালনে চার দশক পেরোলেও বিশ্বের বেশিরভাগ দেশে নারী এখনো অন্যায় ও বৈষম্যের শিকার। বিশ্বজুড়ে নারীর অগ্রগতি ও মর্যাদা অর্জনের লক্ষ্যে এখনো অনেক পথ পাড়ি দেওয়া বাকি।

রাজনৈতিক ও অর্থনৈতিক ব্যবস্থা নির্বিশেষে মানুষ হিসেবে নারীর মর্যাদা প্রতিষ্ঠার দাবি এখন সর্বজনীন।

রোববার (৮ মার্চ) আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ মাইনোরিটি ওয়াচের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে বক্তারা এসব কথা বলেন।

এতে সংগঠনের চেয়ারম্যান অ্যাডভোকেট রবীন্দ্র ঘোষের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের সেক্রেটারি জেনারেল মানিক চন্দ্রসরকার, সহ সভাপতি টি কে পান্ডে, সদস্য রঞ্জন মণ্ডল, গৌতম মণ্ডল প্রমুখ।

অ্যাডভোকেট রবীন্দ্র ঘোষ বলেন, বিগত কয়েকমাস ধরে সংখ্যালঘু নারী, নাবালিকা অপহরণসহ বেশকিছু সংখ্যালঘুদের উপর নির্যাতনের ঘটনা ঘটেছে। আমরা সরেজমিনে সেখানে গিয়ে আইনি সহায়তা দিয়েছি। তবে এসব নির্যাতন বন্ধ ও দোষীদের শাস্তির আওয়তায় আনার জন্য সরকারের প্রতি দাবি জানাচ্ছি।

বাংলাদেশ সময়: ১৪১৭ ঘণ্টা, মার্চ ০৮, ২০২০
ডিএন/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।