ঢাকা, বুধবার, ২৮ শ্রাবণ ১৪৩২, ১৩ আগস্ট ২০২৫, ১৮ সফর ১৪৪৭

জাতীয়

মাটিরাঙ্গা নিহত ৫: ৪ কার্যদিবস সময় বাড়লো তদন্ত কমিটির

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৪৬, মার্চ ৮, ২০২০
মাটিরাঙ্গা নিহত ৫: ৪ কার্যদিবস সময় বাড়লো তদন্ত কমিটির নিহতদের মরদেহ মর্গে নেওয়া হচ্ছে।

খাগড়াছড়ি: খাগড়াছড়ির মাটিরাঙ্গায় পাঁচজন নিহত হওয়ার ঘটনায় জেলা প্রশাসনের গঠিত কমিটির তদন্তের সময় বৃদ্ধি করা হয়েছে।

কমিটির আবেদনের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস সময়সীমা বাড়িয়েছেন। চলতি মাসে ১২ তারিখ তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে।

এর আগে গত ৪ মার্চ ঘটনা তদন্তে খাগড়াছড়ির অতিরিক্ত জেলা প্রশাসক খন্দকার মোহাম্মদ রেজাউল করিমকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করে জেলা প্রশাসক। কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নিদের্শনা দেওয়া হয়। সে অনুযায়ী রোববার (৮ মার্চ) প্রতিবেদন জমা দেওয়ার কথা ছিল।

খাগড়াছড়ির অতিরিক্ত জেলা প্রশাসক খন্দকার রেজাউল করিমের সঙ্গে যোগাযোগ করা হলেন তিনি জানান, মাঠপর্যায় পরিদর্শন, ঘটনায় ভুক্তভোগী ও স্থানীয় বাসিন্দার সঙ্গে আমরা কথা বলে বিস্তারিত সংগ্রহ করেছি। তবে তদন্তে এখনো বিজিবির পক্ষ থেকে কোনো সহযোগিতা পায়নি। তাদের বক্তব্য নেওয়ার জন্য সময়সীমা বাড়ানো হয়েছে।

গত ৩ মার্চ খাগড়াছড়ির মাটিরাঙ্গার গাজী নগর এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিজিবির গুলিতে পাঁচজন নিহত হয়। এর মধ্যে একজন বিজিবি সদস্য, একই পরিবারের তিনজনসহ পাঁচজন। গুলিবিদ্ধ হয় একজন। মূলত গাছ পরিবহনকে কেন্দ্র করে বিজিবি স্থানীয়দের উপর গুলি চালায় বলে অভিযোগ ভুক্তভোগীদের। বাধা দিতে গিলে সহকর্মী বিজিবি সদস্য শাওনকেও গুলি করা হয়।

এ ঘটনায় বিজিবি ও স্থানীয়দের পক্ষ থেকে দু’টি মামলা করা হয়েছে। বিজিবির পক্ষ থেকে ৪০ বিজিবির হাবিলদার ইসহাক আলী বাদী হয়ে নিহত চারজনসহ ১৯ জনের নামোল্লেখ করে মামলা করা হয়। এতে আরও ৬০/৭০ জনকে অজ্ঞাতপরিচয় দেখানো হয়েছে। ঘটনায় গুলিতে নিহত মফিজ মিয়ার ছেলে মানিক মিয়া বাদী হয়ে অপর মামলাটি করেন। মামলায় হাবিলদার ইসহাক আলীসহ ছয় বিজিবি সদস্যকে আসামি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৪২ ঘণ্টা, মার্চ ০৮, ২০২০
এডি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।