ঢাকা, বুধবার, ২৮ শ্রাবণ ১৪৩২, ১৩ আগস্ট ২০২৫, ১৮ সফর ১৪৪৭

জাতীয়

মুজিবনগরে সার ব্যবসায়ীকে বস্তাচাপা দিয়ে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৪৬, মার্চ ৮, ২০২০
মুজিবনগরে সার ব্যবসায়ীকে বস্তাচাপা দিয়ে হত্যা

মেহেরপুর: মেহেরপুরের মুজিবনগর উপজেলায় হাত-পা বেঁধে সারের বস্তাচাপা দিয়ে সুভাষ চন্দ্র নামে এক সার ব্যবসায়ীকে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার (৭ মার্চ) রাতে উপজেলার মহাজনপুর এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। সুভাষ মুজিবনগর উপজেলার মহাজনপুর গ্রামের বুদু কুরির ছেলে।

তিনি মহাজনপুর বাজারে সারের ব্যবসা করতেন।

স্থানীয়দের বরাত দিয়ে মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসেম বাংলানিউজকে জানান, উপজেলার মহাজনপুর বাজারের ওপর সুভাষের তিন তলা বাড়ির নিচতলায় সারের গোডাউন রয়েছে। আর দ্বিতীয় তলায় সারের দোকান ও তৃতীয় তলায় পরিবারসহ তিনি বসবাস করতেন।

শনিবার রাত ৯টার দিকে সুভাষের স্ত্রী বাসা থেকে দোকানে এসে দেখেন তার স্বামীর বুকের ও মুখের ওপর দু’টি সারের বস্তা দিয়ে চাপা দেওয়া এবং হাত-পা বাঁধা। পরে তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে সুভাষকে মৃত অবস্থায় উদ্ধার করে।

খবর পেয়ে মুজিবনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। হত্যার কারণ জানা যায়নি বলেও জানান ওসি হাসেম।

বাংলাদেশ সময়: ০৯৪৫ ঘণ্টা, মার্চ ০৮, ২০২০
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।