ঢাকা, বুধবার, ২৮ শ্রাবণ ১৪৩২, ১৩ আগস্ট ২০২৫, ১৮ সফর ১৪৪৭

জাতীয়

‘কাজ-জবাবদিহিতার মাধ্যমে জনগণের পুলিশের পরিচয় দিতে চাই’ 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬:৪৫, মার্চ ৮, ২০২০
‘কাজ-জবাবদিহিতার মাধ্যমে জনগণের পুলিশের পরিচয় দিতে চাই’ 

বরিশাল: বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. শাহবুদ্দিন খান বলেছেন, আমরা সত্যিকারের জনগণের পুলিশ হতে পেরেছি কিনা, কাজের মাধ্যমে, তথা জবাবদিহিতা নিশ্চিত করার মাধ্যমে তার পরিচয় দিতে চাই। 

শনিবার (৭ মার্চ) বরিশাল মেট্রোপলিটন পুলিশের কাউনিয়া থানা আয়োজিত ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার।

শাহবুদ্দিন খান বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে এই মুজিব বর্ষে আইজিপি মহোদয়ের নেতৃত্বে জনগণের পুলিশ হতে যে জনমুখী-গণমুখী কার্যক্রমের ধারা অব্যাহত আছে, এবং আমরা উন্নয়নের যে হাইওয়েতে অবস্থান করছি, সেখান থেকে পিছনে ফিরে তাকানোর সুযোগ নেই।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিমুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিসিম, উপ-পুলিশ কমিশনার (উত্তর) মো. খাইরুল আলম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর) মো. আবুল কালাম আজাদ, সহকারী পুলিশ কমিশনার (কাউনিয়া জোন অ্যান্ড স্টাফ অফিসার) মো. আ. হালিম, সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যান্ড ফোর্স) মো. মাসুদ রানা প্রমুখ।

বাংলাদেশ সময়: ০৬৪৩ ঘন্টা, মার্চ ০৮, ২০২০
এমএস/এইচজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।