ঢাকা, বুধবার, ২৮ শ্রাবণ ১৪৩২, ১৩ আগস্ট ২০২৫, ১৮ সফর ১৪৪৭

জাতীয়

ভোলায় বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ ঘিরে কবিতা পাঠ-আলোচনা সভা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫:২১, মার্চ ৮, ২০২০
ভোলায় বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ ঘিরে কবিতা পাঠ-আলোচনা সভা

ভোলা: কবিতা আবৃত্তি, আলোচনা সভাসহ বিভিন্ন আয়োজনে ভোলায় বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ উদযাপিত হয়েছে। 

শনিবার (৭ মার্চ) রাতে শহরের জেলা পরিষদ চত্বরে বাংলাদেশ আবৃত্তি সংসদ বরিশাল 'স্বাধীনতা অমর কাব্য' নামে এসব অনুষ্ঠানের আয়োজন করে।  

এতে ভোলা আবৃত্তি সংসদ, বিহঙ্গ সাহিত্য গোষ্ঠী, জীবন পুরাণ আবৃত্তি একাডেমি, কাব্যাঙ্গন ও ভোরের পাখি আবৃত্তি সংগঠন অংশ নেয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মমিন টুলু। সভাপতিত্ব করেন,  বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ বরিশাল অঞ্চলের সাংগঠনিক সম্পাদক মারিফ আহমেদ বাপ্পি।  

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. নজরুল ইসলাম গোলদার, অধ্যক্ষ এম ফারুকুর রহমান, অধ্যক্ষ শাফিয়া খাতুন, বিটিভির ভোলা প্রতিনিধি আবু তাহের, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের যুগ্ম সম্পাদক রাশেদ হাসান, ঢাকা আঞ্চলিক সাংগঠনিক সম্পাদক আহসান উল্লাহ,  তমাল,  আবৃত্তি সমন্বয় পরিষদের নির্বাহী সদস্য ও ভোলা প্রেসক্লাব সাবেক সম্পাদক সামস উল আলম মিঠু।

অনুষ্ঠানে ৭ মার্চ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে আবৃত্তি পরিবেশন করেন- বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের কেন্দ্রীয় নির্বাহী সদস্য সামস উল আলম মিঠু, মশিউর রহমান পিংকু, ভোলা আবৃত্তি সংসদের সাধারণ সম্পাদক নেয়ামত উল্যাহ, জীবন পুরাণ আবৃত্তি একাডেমির সদস্য জাবেদ ইকবাল, বিহঙ্গ সাহিত্য গোষ্ঠীর আবৃত্তি শিল্পী আবিদুল আলম, রেহানা ফেরদাউস, ভোরের পাখির পরিচালক শরমিন জাহান শ্যামলী, ভোলা আবৃত্তি সংসদের আবৃত্তি শিল্পী খাদিজা আক্তার স্বপ্না, আসমা আক্তার সাথী প্রমুখ।  

অনুষ্ঠানে কবি, লেখক, নাট্যকর্মী, শিক্ষক ও সংস্কৃতিকর্মীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ০৫২১ ঘণ্টা, মার্চ ০৮, ২০২০ 
এইচজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।