ঢাকা, রবিবার, ২৬ শ্রাবণ ১৪৩২, ১০ আগস্ট ২০২৫, ১৫ সফর ১৪৪৭

জাতীয়

বরিশালে রোগীর দালাল চক্রের ৯ সদস্য আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৪৮, মার্চ ৭, ২০২০
বরিশালে রোগীর দালাল চক্রের ৯ সদস্য আটক

বরিশাল: বরিশাল নগরের পৃথক স্থানে অভিযান চালিয়ে রোগীর দালাল চক্রের ৯ সদস্যকে আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।

শনিবার (০৭ মার্চ) দুপুরে ও বিকেলে নগরের বাটারগলি ও রুপাতলী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

জানা গেছে, ডিবির এসআই মো. রেহান উদ্দিন ফোর্স নিয়ে দুপুরে নগরের বাটার গলি এলাকার প্রথমে অভিযান পরিচালনা করেন।

এসময় রোগীর দালাল চক্রের সক্রিয় সদস্য মুলাদীর চর লক্ষ্মীপুর এলাকার মো. মনির সরদার (৪৮), বরিশাল সদরের চর আবদানী এলাকার আ. রশিদ খান (৪৫), পটুয়াখালীর আউলিয়াপুর এলাকার মো. আজাহার মোল্লা (৬০), উজিরপুরের গুঠিয়া এলাকার মো. হাবিবুর রহমান খান (৫০), বাকেরগঞ্জের হানুয়া এলাকার জামাল নিগামানকে (৪৯) আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যানুযায়ী নগরের রুপাতলী বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

এসময় রোগীর দালাল চক্রের সক্রিয় সদস্য বরিশাল নগরের পলাশপুর এলাকার মো. শাহীন মৃধা (৫৩), বাকেরগঞ্জ উপজেলার চরগজালিয়া এলাকার তপন দাস (৩৫), বরগুনার পাথরঘাটা উপজেলার লেমুয়া এলাকার মো. স্বপন হাং (৩৮) ও বরিশাল সদর উপজেলার চাঁনপুরা এলাকার মো. নুর ইসলামকে (৪৩) আটক করা হয়।

ডিবির এসআই মো. রেহান উদ্দিন জানান, উভয় ঘটনায় আটকরা বিভিন্ন জেলা-উপজেলার বাসিন্দা হলেও এরা সবাই বরিশাল নগরে বাসা ভাড়া করে বসবাস করে এবং রোগীর দালাল চক্রের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে বিএমপি আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৭৪৮ ঘণ্টা, মার্চ ০৭, ২০২০
এমএস/এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।