ঢাকা, রবিবার, ২৬ শ্রাবণ ১৪৩২, ১০ আগস্ট ২০২৫, ১৫ সফর ১৪৪৭

জাতীয়

দিল্লিতে ঐতিহাসিক ৭ মার্চ পালন

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:২১, মার্চ ৭, ২০২০
দিল্লিতে ঐতিহাসিক ৭ মার্চ পালন

ঢাকা: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ উপলক্ষে নানা অনুষ্ঠান পালন করেছে দিল্লির বাংলাদেশ হাইকমিশন। এ উপলক্ষে দিল্লি হাইকমিশনের চ্যান্সারি কমপ্লেক্সে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দিল্লির বাংলাদেশ হাইকমিশন জানায়, শনিবার (৭ মার্চ) বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মুহম্মদ ইমরান।  

তিনি বলেন, ১৯৭১ সালের ৭ মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে বঙ্গবন্ধু ভাষণ দিয়ে জাতিকে মুক্তিযুদ্ধে অনুপ্রাণিত করেছিলেন।

আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশের স্বপ্নকে এগিয়ে নিয়ে চলেছেন।

অনুষ্ঠানের শুরুতেই বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে আলোচনা অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন দিল্লি হাইকমিশনের প্রেস মিনিস্টার ফরিদ হোসেন।  

অনুষ্ঠানে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে রাষ্ট্রপতির বাণী পাঠ করেন ডেপুটি হাইকমিশনার এটি এম রকেবুল হক, প্রধানমন্ত্রীর বাণী পাঠ করেন কর্মাস কাউন্সিলর ড. এ কে এম আতিকুল হক। হাইকমিশনের প্রথম সচিব জাকির হোসেন কবি নির্মলেন্দু গুণের কবিতা ‘স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হলো’ কবিতাটি আবৃত্তি করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন মিনিস্টার (রাজনৈতিক) নূরুল ইসলাম।

বাংলাদেশ সময়: ১৭১৭ ঘণ্টা, মার্চ ০৭, ২০২০
টিআর/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।