ঢাকা, শনিবার, ২৫ শ্রাবণ ১৪৩২, ০৯ আগস্ট ২০২৫, ১৪ সফর ১৪৪৭

জাতীয়

সিদ্ধিরগঞ্জে ইয়াবাসহ আটক বাবা-ছেলে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:১৫, মার্চ ৬, ২০২০
সিদ্ধিরগঞ্জে ইয়াবাসহ আটক বাবা-ছেলে আটক দু’জন পুলিশ হেফাজতে। ছবি: বাংলানিউজ

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আটশ’ পিস ইয়াবাসহ বাবা ও ছেলেকে আটক করেছে পুলিশ। 

শুক্রবার (৬ মার্চ) বিকেলে আটকদের আদালতে পাঠানো হয়। এর আগে বৃহস্পতিবার (৫ মার্চ) দিনগত রাতে সিদ্ধিরগঞ্জের দুই নম্বর ঢাকেশ্বরী পুকুরপাড়া এলাকা থেকে মাদকবিক্রেতা জাহাঙ্গীর আলম ওরফে খাদেম (৩৫) ও তার ছেলে মো. রাকিব হাসানকে (১৮) আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে আটশ’ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ফারুক বাংলানিউজকে জানান, ইয়াবাসহ জাহাঙ্গীর ও তার ছেলে রাকিবকে আটকের পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে তাদের আদালতে পাঠানো হয়েছে। আটক জাহাঙ্গীরের বিরুদ্ধে তিনটি মাদক মামলা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, মার্চ ০৬, ২০২০
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।