শুক্রবার (৬ মার্চ) দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সকালে সবুজ ওই এলাকায়মেট্রোরেলের নির্মাণ কাজ করার সময় রডের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন।
সবুজের চাচাতো ভাই শফিকুল ইসলাম জানান, তারা একই সঙ্গে রাজধানীর হাইকোর্ট এলাকায় মেট্রোরেলের শ্রমিক হিসেবে কাজ করতেন। সকালে ওই এলাকায় রাস্তার ওপর রড বাঁধার সময় হঠাৎ কিছু রড সবুজের ওপর পড়ে। এতে সবুজ গুরুতর আহত হন। পরে দ্রুত তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বাংলানিউজকে জানান, ময়নাতদন্তের জন্য সবুজের মরদেহ মর্গে রাখা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫৫২ ঘণ্টা, মার্চ ০৬, ২০২০
এজেডএস/আরআইএস/