ঢাকা, মঙ্গলবার, ২১ শ্রাবণ ১৪৩২, ০৫ আগস্ট ২০২৫, ১০ সফর ১৪৪৭

জাতীয়

প্রাথমিক শিক্ষক নিয়োগে প্যানেল বাস্তবায়নের দাবিতে অনশন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:২৪, মার্চ ৪, ২০২০
প্রাথমিক শিক্ষক নিয়োগে প্যানেল বাস্তবায়নের দাবিতে অনশন অনশন কর্মসূচি। ছবি: বাংলানিউজ

ঢাকা: প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ ২০১৮ প্যানেল বাস্তবায়নের দাবিতে অনশন কর্মসূচি পালন করা হয়েছে।

বুধবার (৪ মার্চ) দ্বিতীয় দিনের মতো রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে দিনব্যাপী এই অনশন কর্মসূচি পালন করা হয়।

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ ২০১৮ প্যানেল বাস্তবায়ন কমিটির ব্যানারে সারাদেশের কয়েক সহস্রাধিক প্রাথমিক শিক্ষক চাকরিপ্রার্থী এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

এই কমিটির কেন্দ্রীয় সভাপতি আব্দুল কাদেরের সভাপতিত্বে এই কর্মসূচিতে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আবুল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, প্রচার সম্পাদক আশরাফুল ও সুনামগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক জাকির আহমেদ প্রমুখ।

অনশন কর্মসূচিতে অংশগ্রহণকারী সুনামগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক জাকির আহমেদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতোমধ্যে ঘোষণা দিয়েছেন যে, মুজিববর্ষে কেউ বেকার থাকবে না। আমরা মুজিববর্ষের উপহার হিসেবে যথাযথ বাস্তবায়নের মাধ্যমে প্যানেলেই নিয়োগ চাই।

বাংলাদেশ সময়: ১৪১৬ ঘণ্টা, মার্চ ০৪, ২০২০
টিএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।