ঢাকা, মঙ্গলবার, ২১ শ্রাবণ ১৪৩২, ০৫ আগস্ট ২০২৫, ১০ সফর ১৪৪৭

জাতীয়

মেরামতের পর ফের লাইনচ্যুত ট্রেন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৩৪, মার্চ ৪, ২০২০
মেরামতের পর ফের লাইনচ্যুত ট্রেন বগি লাইনচ্যুত (ফাইল ফটো)

ঢাকা: রাজধানীর খিলক্ষেত ও জোয়ারসাহারা এলাকায় পরপর দু’বার মালবাহী একটি  ট্রেন লাইনচ্যুত হয়। এতে দু’ পাশের রেল লাইনে ট্রেন চলাচল বন্ধ ছিল।

বুধবার (৪ মার্চ) ভোর সাড়ে ৫টার দিকে ও সকাল সাড়ে ১০টার দিকে একই ট্রেন মেরামত করার পরেও লাইনচ্যুত হয়।

ঢাকা রেলওয়ে কমলাপুর থানা (ওসি) রকিবউল হোসেন বাংলানিউজকে বলেন, ভোর সাড়ে পাঁচটার দিকে মালবাহী একটি ট্রেন কমলাপুর থেকে আখাউড়ার উদ্দেশে যাওয়ার সময় খিলক্ষেত ফুট ওভারব্রিজের নিচে ওই ট্রেনের দু’টি বগি লাইনচ্যুত হয়।

প্রথমে একটি লাইনে ট্রেন চলাচল বন্ধ থাকলেও কমলাপুরগামী লাইনটি চালু ছিল।

তিনি বলেন, মেরামত করার পর মালবাহী ট্রেনটি রেললাইন দিয়ে কিছুদূর যাওয়ার পরই জোয়ারসাহারা এলাকায় গিয়ে আবারও একটি বগি লাইনচ্যুত হয়। দ্বিতীয় ঘটনাটি ঘটেছে সকাল সাড়ে ১০টার দিকে। দ্বিতীয় দফা ট্রেনটি লাইনচ্যুত হওয়ার পরপরই দু’টি লাইনে ট্রেন চলাচল কিছুক্ষণ বন্ধ থাকে। পরে বেলা সাড়ে ১১টার দিকে ঢাকাগামী লাইনটি চালু হলেও ঢাকা থেকে ছেড়ে যাওয়া লাইনটি এখনো চালু হয়নি। তবে মেরামতের কাজ চলছে আশা করি কিছুক্ষণের মধ্যেই চালু করা হবে।

বাংলাদেশ সময়: ১২৩৪ ঘণ্টা, মার্চ ০৪, ২০২০
এজেডএস/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।