ঢাকা, শনিবার, ১৮ শ্রাবণ ১৪৩২, ০২ আগস্ট ২০২৫, ০৭ সফর ১৪৪৭

জাতীয়

না’গঞ্জে ৭০০ ইয়াবা বড়িসহ মাদকব্যবসায়ী গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:২১, মার্চ ২, ২০২০
না’গঞ্জে ৭০০ ইয়াবা বড়িসহ মাদকব্যবসায়ী গ্রেফতার আটক শাহ আলম। ছবি: বাংলানিউজ

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলায় ৭শ ইয়াবা বড়িসহ শাহ আলম (৩১) নামে এক মাদকব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২ মার্চ) গ্রেফতারকৃত আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

এর আগে রোববার (১ মার্চ) রাতে সিদ্ধিরগঞ্জের এসও স্ট্যান্ড মেঘনা ডিপোর সামনে থেকে তাকে ৭শ ইয়াবা বড়িসহ গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতার শাহ আলম চট্টগ্রামের কোতোয়ালী মেঘানগরের মৃত আব্দুল জব্বারের ছেলে।

সিদ্ধিরগঞ্জ থানার সহকারী উপ পরিদর্শক (এএসআই) হেমায়েত উদ্দিন জানান, ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করার পর মাদক মামলায় তাকে আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১২১৫ ঘণ্টা, মার্চ ২, ২০২০
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।