ঢাকা, শনিবার, ১৮ শ্রাবণ ১৪৩২, ০২ আগস্ট ২০২৫, ০৭ সফর ১৪৪৭

জাতীয়

মোটরসাইকেল চালানো শেখার সময় নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:১৪, মার্চ ১, ২০২০
মোটরসাইকেল চালানো শেখার সময় নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু

কুড়িগ্রাম: কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় মোটরসাইকেল চালানো শেখার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সফিকুল ইসলাম (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন।

রোববার (০১ মার্চ) দুপুরে উপজেলার কুড়িগ্রাম-রাজারহাট সড়কে এ দুর্ঘটনা ঘটে। সফিকুল রাজারহাট উপজেলার সোনাবর গ্রামের হাফেজ আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে সফিকুল রাজারহাট উপজেলার দিনোবাজার থেকে মোটরসাইকেল চালিয়ে রাজারহাট বাজার যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃষ্ণ কুমার সরকার বাংলানিউজকে জানান, মোটরসাইকেল চালানো শেখার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খুঁটির সঙ্গে ধাক্কা লেগে সফিকুলের মৃত্যু হয়েছে।  

মরদেহ উদ্ধার মর্গে পাঠানো হয়েছে বলেও জানান ওসি কৃষ্ণ কুমার।

বাংলাদেশ সময়: ১৮১৩ ঘণ্টা, মার্চ ০১, ২০২০
এফইএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।