ঢাকা, শনিবার, ১৮ শ্রাবণ ১৪৩২, ০২ আগস্ট ২০২৫, ০৭ সফর ১৪৪৭

জাতীয়

উচ্চ শিক্ষার হার বাড়াতে সরকার নানা পদক্ষেপ হাতে নিয়েছে

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:১৮, মার্চ ১, ২০২০
উচ্চ শিক্ষার হার বাড়াতে সরকার নানা পদক্ষেপ হাতে নিয়েছে

সাভার (ঢাকা): আওয়ামী লীগ সরকার উচ্চ শিক্ষার হার বাড়ানোর জন্য নানা পদক্ষেপ হাতে নিয়েছে। শিক্ষাখাতে ব্যাপক উন্নয়ন করেছে বর্তমান সরকার বলে জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।

রোববার (১ মার্চ) দুপুরে সাভারের আশুলিয়ার নয়ারহাট এলাকায় ন্যাশনাল ইনস্টিটিউটরর অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ (নিটারে) এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি একথা বলেন।
 
তিনি বলেন, আজ দেশের প্রায় সব মানুষ শিক্ষিত।

আর শিক্ষিত জাতিই দেশকে ভালো কিছু উপহার দিতে পারে।

নওফেল বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে বিশ্বমানচিত্রে বাংলাদেশ স্থান পেতো না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানেই আজকের এই বাংলাদেশে মানুষ স্বাধীনভাবে মাথা উঁচু করে বেঁচে আছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মকবুল হোসেন, বিটিএমএ প্রেসিডেন্ট মোহাম্মদ আলী খান, নিটারের অধ্যক্ষ ড.মোহাম্মদ মিজানুর রহমানসহ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭১৬ ঘণ্টা, মার্চ ০১, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।