ঢাকা, শনিবার, ১৮ শ্রাবণ ১৪৩২, ০২ আগস্ট ২০২৫, ০৭ সফর ১৪৪৭

জাতীয়

যৌতুকের জন্য স্ত্রীর মাথা ন্যাড়া, স্বামীসহ গ্রেফতার ৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪৭, মার্চ ১, ২০২০
যৌতুকের জন্য স্ত্রীর মাথা ন্যাড়া, স্বামীসহ গ্রেফতার ৪

দিনাজপুর: দিনাজপুরে যৌতুক না পেয়ে সোহাগী (২১) নামে এক গৃহবধূকে নির্যাতনের পর মাথা ন্যাড়া করার ঘটনায় স্বামীসহ চার জনকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১ মার্চ) ভোরে অভিযান চালিয়ে চার জনকে গ্রেফতার করা হয়। এরা হলেন- নির্যাতিত গৃহবধূর স্বামী শহরের পশ্চিম দপ্তরীপাড়ার মো. হাফিজ ইসলামের ছেলে মো. জনি ইসলাম ওরফে সুমন (২৫), সুমনের পিতা হাফিজুল ইসলাম (৫৫), মা জরিনা বেগম (৪৫) ও বোন সুমী বেগম (৩০)।


 
শনিবার (২৯ ফেব্রুয়ারি) নির্যাতিত গৃহবধূ সোহাগী বাদী হয়ে চার জনের বিরুদ্ধে নারী শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।
 
রোববার দুপুরে দিনাজপুর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) বজলুর রশিদ মামলার বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, ২৯ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১০টায় পশ্চিম দপ্তরীপাড়ায় ২ লাখ টাকা যৌতুকের জন্য সোহাগীকে নির্যাতন করে শ্বশুরবাড়ির লোকজন।  একপর্যায়ে তারা সোহাগীর মাথার চুল কেটে দিয়ে ন্যাড়া করে দেয়।
 
গ্রেফতারের পর দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।  
 
বাংলাদেশ সময়: ১৫৪৪ ঘণ্টা, মার্চ ০১, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।