ঢাকা, শনিবার, ১৮ শ্রাবণ ১৪৩২, ০২ আগস্ট ২০২৫, ০৭ সফর ১৪৪৭

জাতীয়

খুলনা নিউজপ্রিন্ট মিলস পরিদর্শন করলেন শিল্পসচিব

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪৫, মার্চ ১, ২০২০
খুলনা নিউজপ্রিন্ট মিলস পরিদর্শন করলেন শিল্পসচিব খুলনা নিউজপ্রিন্ট মিলস পরিদর্শন করলেন শিল্পসচিব মো. আবদুল হালিম। ছবি: বাংলানিউজ

খুলনা: খুলনা নিউজপ্রিন্ট ও খুলনা হার্ড বোর্ড মিলস লিমিটেড পরিদর্শন শেষে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন শিল্প মন্ত্রণালয়ের সচিব মো. আবদুল হালিম।

রোববার (১ মার্চ) দুপুরে পরিদর্শন শেষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় শিল্পসচিব হার্ড বোর্ড মিলের পরিত্যাক্ত জমিতে ১৫ হাজার টন ধারণ ক্ষমতার সারের গোডাউন নির্মাণ ও রাসায়নিক শিল্প প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন বিষয়ে খোঁজখবর নেন এবং খুলনা নিউজপ্রিন্ট মিলের জমিতে শিল্প বিশ্ববিদ্যালয় স্থাপনের সুযোগের সম্ভাব্যতা যাচাইয়ে জন্য কর্মকর্তাদের নিদের্শনা দেন।

 

এছাড়া সভায় তিনি প্রশাসনিক কার্যক্রম, বন্ধ মিলের যন্ত্রাংশ সংরক্ষণ ও সীমানা প্রাচীর নির্মাণ বিষয়েও নিদের্শনা দেন।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, মার্চ ০১, ২০২০
এমআরএম/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।