ঢাকা, শনিবার, ১৮ শ্রাবণ ১৪৩২, ০২ আগস্ট ২০২৫, ০৭ সফর ১৪৪৭

জাতীয়

লাউয়াছড়ায় বেত পাচারকালে আটক ১

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৪৫, মার্চ ১, ২০২০
লাউয়াছড়ায় বেত পাচারকালে আটক ১ আটক বাক্কু মিয়া। ছবি: বাংলানিউজ

মৌলভীবাজার: লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে বেত কেটে পাচার করার সময় আবু বকর সিদ্দিক ওরফে বাক্কু মিয়া নামে এক ব্যক্তিকে আটক করেছে বন বিভাগ।

রোববার (১ মার্চ) ভোরে তাকে আটক করা হয়। আটক বাক্কু মিয়ার বাড়ি কমলগঞ্জ উপজেলার বাঘমারা এলাকায়।

মৌলভীবাজার বন্যপ্রাণী রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মোনায়েম হোসেন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রোববার ভোরে লাউয়াছড়া জাতীয় উদ্যানে ভেতর থেকে বেত কেটে পাচারকালে হাতেনাতে বাক্কু মিয়াকে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে পাঁচটি আঁটিতে প্রায় ১৫০টি বেত পাওয়া যায়। বাক্কু মিয়া একজন চিহ্নিত আসামি। তার বিরুদ্ধে আগেও সাতটি বন মামলা দায়ের করা রয়েছে। রোববারও ফের তার বিরুদ্ধে বন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বাক্কু মিয়া লাউয়াছড়ার সিপিজি (কমিউনিটি পেট্রোল গ্রুপ) সদস্য ছিলেন। বাক্কুকে থেকে অনেক আগেই বরখাস্ত করা হয়েছিল বলেও জানান এ রেঞ্জ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১১৪২ ঘণ্টা, মার্চ ০১, ২০২০
বিবিবি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।