ঢাকা, শনিবার, ১৮ শ্রাবণ ১৪৩২, ০২ আগস্ট ২০২৫, ০৭ সফর ১৪৪৭

জাতীয়

যশোরে ট্রাকের ধাক্কায় নিহত ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:২০, মার্চ ১, ২০২০
যশোরে ট্রাকের ধাক্কায় নিহত ২ দুঘটনাকবলিত অটোরিকশা ও ট্রাক । ছবি: বাংলানিউজ

যশোর: যশোর-ঝিনাইদহ মহাসড়কের সানতলায় ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছে। এতে চালকসহ আরও তিনজন গুরুতর আহত হয়েছে।

রোববার (০১ মার্চ) সকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-যশোর সদর উপজেলার দৌলতদিহি গ্রামের আতিয়ার রহমানের ছেলে ফার্নিচার ব্যবসায়ী হাসান (৩২) ও বাঘারপাড়া উপজেলার ধলগ্রামের বাসিন্দা এনজিওকর্মী তানিয়া খাতুন (৩৫)।

যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সকালে একটি অটোরিকশা যাত্রী নিয়ে যশোর থেকে সাতমাইলের দিকে যাচ্ছিল। পথে চুড়ামনকাঠির সানতলায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির একটি ট্রাক ধাক্কা দেয়। এতে অটোরিকশাচালকসহ ৫ যাত্রী গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসকরা দুই যাত্রীকে মৃত ঘোষণা করেন। তবে আহত তিনজনের অবস্থা গুরুতর, তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১১১৫ ঘণ্টা, মার্চ ০১, ২০২০
ইউজি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।