ঢাকা, শনিবার, ১৮ শ্রাবণ ১৪৩২, ০২ আগস্ট ২০২৫, ০৭ সফর ১৪৪৭

জাতীয়

থেরাপি মেশিন থেকে শর্টসার্কিটে পুড়ে মারা গেলেন নারী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:২০, ফেব্রুয়ারি ২৮, ২০২০
থেরাপি মেশিন থেকে শর্টসার্কিটে পুড়ে মারা গেলেন নারী

ঢাকা: রাজধানীর মোহাম্মদপুরের বাঁশবাড়ি এলাকায় একটি সাত তলা ভবনের চার তলায় লাগা আগুনে পুড়ে মাবিয়া বেগম (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকাল সোয়া ৯টার দিকে মোহাম্মদপুর ব্লক ডি বাড়ি-১৩/জি এর বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। মাবিয়া বেগমের স্বামীর নাম করম আলী।

তিনি ছেলে নূর মোহাম্মদের বাসায় থাকতেন।

মোহাম্মদপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আশরাফুল ইসলাম বাংলানিউজকে জানান, মাবিয়া বেগম প্যারালাইজড রোগী ছিলেন। তিনি বাসায় ইলেকট্রনিক মেশিন দিয়ে থেরাপি দেওয়ার সময় শর্টসার্কিট থেকে বিছানায় আগুন ধরে যায়। আগুন দেখে বাসার সবাই ঘর থেকে বেরিয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে যাওয়ার আগে আগুন নিভে যায়। পরে সেখান থেকে মৃত অবস্থায় দগ্ধ নারী মাবিয়া বেগমের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহটি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১১১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২০
এজেডএস/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।