ঢাকা, মঙ্গলবার, ১৪ শ্রাবণ ১৪৩২, ২৯ জুলাই ২০২৫, ০৩ সফর ১৪৪৭

জাতীয়

রাষ্ট্রপতির কার্যালয়ে সচিব ওয়াহিদুল থাকছেন আরো ১ বছর

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:১৫, ফেব্রুয়ারি ২৬, ২০২০
রাষ্ট্রপতির কার্যালয়ে সচিব ওয়াহিদুল থাকছেন আরো ১ বছর

ঢাকা: রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগে সংযুক্ত সচিব মো. ওয়াহিদুল ইসলাম খানকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।

জনপ্রশাসন মন্ত্রণালয় মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ওয়াহিদুল ইসলাম খানের অবসরোত্তর ছুটি বাতিল করে আগামী ১ মার্চ অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছর মেয়াদে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে আদেশ জারি করা হয়েছে।
 
এ নিয়োগের শর্তাবলী অনুমোদিত চুক্তিপত্র দিয়ে নির্ধারিত হবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।


 
এর আগে অপর আদেশে ওয়াহিদুল ইসলামের বয়স ৫৯ বয়স বছর পূর্ণ হওয়ায় সরকারি চাকরি আইন, ২০১৮ অনুযায়ী সরকারি চাকরি থেকে অবসর দেওয়া হয়।
 
বাংলাদেশ সময়: ২০১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২০
এমআইএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।