ঢাকা, মঙ্গলবার, ১৪ শ্রাবণ ১৪৩২, ২৯ জুলাই ২০২৫, ০৩ সফর ১৪৪৭

জাতীয়

মিরপুরের রাস্তা থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৫২, ফেব্রুয়ারি ২৫, ২০২০
মিরপুরের রাস্তা থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার ছবি: প্রতীকী

ঢাকা: রাজধানীর মিরপুর এলাকায় রাস্তা থেকে অজ্ঞাত এক নারীর (৪০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, বিদ্যুৎস্পৃষ্টে ওই নারীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হয়।

মিরপুর মডেল থানার (এসআই) মো. ইমদাদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, মিরপুর ১০ হোন্ডাগলি এলাকার রাস্তা থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত নারীর হাত ও শরীরের কিছু অংশ পোড়া ছিল। ধারণা করা হচ্ছে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা গেছেন। তার নাম ঠিকানা এখনো জানা যায়নি। বিস্তারিত ঘটনা জানার চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১২৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২০
এজেডএস/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।