ঢাকা, মঙ্গলবার, ১৪ শ্রাবণ ১৪৩২, ২৯ জুলাই ২০২৫, ০৩ সফর ১৪৪৭

জাতীয়

ঢামেক নার্সিং ক্যান্টিনের পাশে নবজাতকের মরদেহ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪২, ফেব্রুয়ারি ২৫, ২০২০
ঢামেক নার্সিং ক্যান্টিনের পাশে নবজাতকের মরদেহ

ঢাকা: ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের নার্সিং ক্যান্টিনের পাশ থেকে এক মেয়ে নবজাতকের (একদিন) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে মরদেহ উদ্ধার করে জরুরি বিভাগে নিয়ে যায় পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মোহসিন বাংলানিউজকে বলেন, সকালে খবর পেয়ে নার্সিং ক্যান্টিনের পাশ থেকে নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়। নবজাতকের আনুমানিক বয়স হবে একদিন।

তিন আরও বলেন, নবজাতকটির কোমড় থেকে নিচের অংশ খাওয়া। ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময় কেউ মৃত অবস্থায় নবজাতকটি ফেলে গেছে। বেজি বা অন্য কোনো প্রাণী নবজাতকের নিচের অংশ খেয়ে ফেলেছে।

বাংলাদেশ সময়: ১০৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২০
এজেডএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।