ঢাকা, রবিবার, ১২ শ্রাবণ ১৪৩২, ২৭ জুলাই ২০২৫, ০১ সফর ১৪৪৭

জাতীয়

বাউফলে মোটরসাইকেল দুর্ঘটনায় শিক্ষার্থী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৪৮, ফেব্রুয়ারি ২০, ২০২০
বাউফলে মোটরসাইকেল দুর্ঘটনায় শিক্ষার্থী নিহত

পটুয়াখালী: পটুয়াখালীর বাউফলে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলের দুর্ঘটনায় আরিফুল ইসলাম (১৭) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছে। আহত হয়েছে হৃদয় নামে একজন।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরের দিকে উপজেলার নাজিপুর এলাকার মৃধা বাড়ির মোড়ে এ দুর্ঘটনা ঘটে।  

নিহত আরিফুল বরিশাল পলিটেকনিক্যাল ইন্সটিটিউটের সিভিল টেকনোলজির দ্বিতীয় বর্ষের ছাত্র ও আহত হৃদয় শেষ বর্ষের ছাত্র ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, আরিফুল ও হৃদয় তাদের গ্রামের বাড়ি রামনগর তাঁতেরকাঠী এলাকা থেকে মোটরসাইকেল চালিয়ে বাউফলের দিকে আসছিল। পথে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হয় তারা। এ অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে আরিফুলকে মৃত ঘোষণা করেন জরুরি বিভাগের চিকিৎস্যক ডা. তানভীর আহম্মেদ। আর হৃদয়ের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।