ঢাকা, বুধবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

জাতীয়

খিলক্ষেতে ‘বন্দুকযুদ্ধে’ নিহত দুইজন ছিনতাইকারী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৫৯, জানুয়ারি ৩০, ২০২০
খিলক্ষেতে ‘বন্দুকযুদ্ধে’ নিহত দুইজন ছিনতাইকারী

ঢাকা: রাজধানীর খিলক্ষেত থানার ডুমনি কালি মন্দির ৩০০ ফিট সড়ক এলাকায় ‘বন্দুকযুদ্ধে’ নিহত দুইজন ছিনতাইচক্রের সদস্য বলে জানিয়েছে পুলিশ। নিহতরা হলেন- নাজমুল ও মোটা শাহীন।

বুধবার (২৯ জানুয়ারি) দিনগত রাত ৩টার দিকে হাতিরঝিল থানা পুলিশ অভিযানে গেলে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

এ সময় ঘটনাস্থল থেকে ছিনতাই কাজে ব্যবহৃত সিএনজি অটোরিকশা ও একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।

নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।  

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-কমিশনার (ডিসি-মিডিয়া) মাসুদুর রহমান জানান, নিহত দুজনই ছিনতাইসহ চারটি খুনের ঘটনার সঙ্গে সরাসরি জড়িত। তাদের বিরুদ্ধে হাতিরঝিল ও খিলক্ষেত থানায় দুটি মামলা রয়েছে এবং একটি মামলা ভাটারা থানায় তদন্তাধীন।

‘ধারাবাহিক তদন্তের পরিপ্রেক্ষিতে তাদের ধরতে অভিযানে নামে হাতিরঝিল থানা পুলিশ। খিলক্ষেত থানার ৩০০ ফিট সড়ক এলাকায় যাবার পর পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশ সদস্যদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে ছিনতাইকারীরা। ’

তিনি বলেন, আত্মরক্ষার্থে পুলিশ পাল্টা গুলি ছোড়ে। এ সময় দুইজন গুলিবিদ্ধ হয়। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৪৫৭ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২০
পিএম/এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।