ঢাকা, সোমবার, ২৯ আষাঢ় ১৪৩২, ১৪ জুলাই ২০২৫, ১৮ মহররম ১৪৪৭

জাতীয়

রাজশাহীতে ভারতের ৭১তম প্রজাতন্ত্র দিবস উদযাপন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:০৮, জানুয়ারি ২৬, ২০২০
রাজশাহীতে ভারতের ৭১তম প্রজাতন্ত্র দিবস উদযাপন ভারত সরকারের পক্ষ থেকে রাষ্ট্রপতির বাণী পড়ে শোনান সঞ্জিব কুমার ভাটি।

রাজশাহী: রাজশাহীতে নানা কর্মসূচির মধ্য দিয়ে ভারতের ৭১তম প্রজাতন্ত্র দিবস উদযাপন করা হয়েছে।

রোববার (২৬ জানুয়ারি) সকাল ৯টায় মহানগরের পদ্মা আবাসিক এলাকাস্থ সহকারী হাই কমিশনে ভারতীয় জাতীয় পতাকা উত্তোলন করেন সহকারী হাই কমিশনার সঞ্জিব কুমার ভাটি। ভারতের ৭১তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে মহানগরবাসীকে উষ্ণ শুভেচ্ছা জানান তিনি।

এ সময় ভারতের জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। পরে ভারত সরকারের পক্ষ থেকে রাষ্ট্রপতির বাণী পড়ে শোনান সঞ্জিব কুমার ভাটি।

এ সময় সেখানে সহকারী হাই কমিশনের কর্মকর্তা ও কর্মচারীসহ রাজশাহীতে অবস্থানরত ভারতীয় নাগরিকরা উপস্থিত ছিলেন। প্রজাতন্ত্র দিবস উদযাপন অনুষ্ঠানে মহানগরের বিশিষ্ট শিক্ষাবিদ, সংবাদপত্রের সম্পাদক, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সরকারি কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। দিবসটি উপলক্ষে রাজশাহীস্থ সহকারী হাই কমিশনের পক্ষ থেকে রাতে রয়েছে নৈশভোজের আয়োজন।

বাংলাদেশ সময়: ১৪০৭ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২০
এসএস/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ