ঢাকা, সোমবার, ২৯ আষাঢ় ১৪৩২, ১৪ জুলাই ২০২৫, ১৮ মহররম ১৪৪৭

জাতীয়

সনদপত্র পেলেন ব্র্যাক ড্রাইভিং স্কুলের ১১ নারী চালক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৪৩, জানুয়ারি ২৫, ২০২০
সনদপত্র পেলেন ব্র্যাক ড্রাইভিং স্কুলের ১১ নারী চালক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের হাত থেকে সনদপত্র গ্রহণ করছেন একজন নারী।

ঢাকা: ব্র্যাক ড্রাইভিং স্কুলে প্রশিক্ষণপ্রাপ্ত ১১ জন নারী গাড়িচালকের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়েছে।

শনিবার (২৫ জানুয়ারি) দুপুর দেড়টায় রাজধানীর ব্র্যাক সেন্টারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কাজী রওশন আখতার।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ব্র্যাকের প্রশাসন ও সড়ক নিরাপত্তা কর্মসূচির পরিচালক আহমেদ নাজমুল হোসাইন।

ব্র্যাক ড্রাইভিং স্কুলের ৮ম ব্যাচের ১১ জন প্রশিক্ষণার্থী নারী চালক রাজধানীর উত্তরা ব্র্যাক লার্নিং সেন্টারে আবাসিক থেকে তিন মাসের প্রশিক্ষণ গ্রহণ করেন। তারা সবাই প্রশিক্ষণ শেষে সফলভাবে ড্রাইভিং লাইসেন্সও পেয়েছেন।

বাংলাদেশ সময়: ১৫৪৩ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২০
টিএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ