ঢাকা, সোমবার, ২৯ আষাঢ় ১৪৩২, ১৪ জুলাই ২০২৫, ১৮ মহররম ১৪৪৭

জাতীয়

গাজীপুরে ৫ অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিলেন ভ্রাম্যমাণ আদালত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:২৮, জানুয়ারি ২২, ২০২০
গাজীপুরে ৫ অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিলেন ভ্রাম্যমাণ আদালত

গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার দড়বাড়িয়া এলাকায় ৫টি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২২ জানুয়ারি) দিনব্যাপী অভিযান চালিয়ে ইটভাটাগুলো গুঁড়িয়ে দেওয়া হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৌধুরী মোস্তাফিজুর রহমান।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গাজীপুরের পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসন যৌথভাবে পরিবেশ দূষণবিরোধী অভিযান পরিচালনা করে। এসময় কালিয়াকৈর উপজেলার দড়বাড়িয়া এলাকায় ৫টি অবৈধ ইটভাটা এস্কেভেটর (ভেকু) দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এছাড়া ইটভাটাগুলোর মধ্যে ন্যাশনাল ব্রিকসকে ২ লাখ টাকা, রায়মা ব্রিকসকে ২ লাখ টাকা ও স্ট্রং ব্রিকসকে ২ লাখ টাকা করে মোট ৬ লাখ টাকা জরিমানা করা হয়। এরমধ্যে মা ব্রিকস ও সেভেন স্টার ব্রিকসের কাঁচা ইট নষ্ট করা হয়েছে।

গাজীপুর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আশরাফ উদ্দিন, পরিদর্শক শেখ মোজাহীদ ও দিলরুবা আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়া অভিযানে গাজীপুর আনসার ব্যাটালিয়ন ও ফায়ার সার্ভিস সহযোগিতা করেন।

বাংলাদেশ সময়: ১৭২৩ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২০
আরএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ