ঢাকা, বৃহস্পতিবার, ২৫ আষাঢ় ১৪৩২, ১০ জুলাই ২০২৫, ১৪ মহররম ১৪৪৭

জাতীয়

নগরকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:১৯, জানুয়ারি ২২, ২০২০
নগরকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুর: ফরিদপুরের নগরকান্দায় পুকুরের পানিতে ডুবে আবু তাহের (৩) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে উপজেলার লস্করদিয়া ইউনিয়নের বারখাদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। তাহের ওই গ্রামের শাহ-আলম মিয়ার ছেলে।

 

নগরকান্দা উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।  

নিহত শিশুর পরিবারের সদস্যরা জানান, সকাল থেকে তাহেরকে বাড়ির কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে বিভিন্ন স্থানে খোঁজ করার এক পর্যায়ে বাড়ির পাশের পুকুর থেকে শিশুটির ভাসমান নিথর দেহ উদ্ধার করা হয় এবং তাৎক্ষণিক তাকে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসক হিমানী বৈদ্য।

তাহেরের বাবা শাহ-আলম ওই চেয়ারম্যানের গাড়িচালক বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।