ঢাকা, সোমবার, ২৩ আষাঢ় ১৪৩২, ০৭ জুলাই ২০২৫, ১১ মহররম ১৪৪৭

জাতীয়

বরুড়ায় পল্লী বিদ্যুতের কর্মকর্তাকে কুপিয়ে হত্যা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১৩, জানুয়ারি ১৬, ২০২০
বরুড়ায় পল্লী বিদ্যুতের কর্মকর্তাকে কুপিয়ে হত্যা

কুমিল্লা: কুমিল্লার বরুড়া উপজেলার আড্ডা এলাকায় পল্লী বিদ্যুতের অভিযোগ কেন্দ্রের ইনচার্জ শরীফুল ইসলামকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বুধবার (১৭ জানুয়ারি) দিনগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত শরীফুল ইসলাম সিরাজগঞ্জ জেলা সদরের স্কুলশিক্ষক সাইফুদ্দিন মিয়ার ছেলে।

নিহত শরিফুল তিন কন্যা সন্তানের জনক।

জানা যায়, রাত পৌনে দুইটায় অজ্ঞাত কয়েকজন সন্ত্রাসী মুখোশ পড়ে বাসায় ঢুকে শরিফুলকে কুপিয়ে মারাত্মকভাবে আহত করে পালিয়ে যায়।  

পরে তার স্ত্রীর চিৎকারে আশপাশের মানুষ জড়ো হয়ে তাকে চিকিৎসার জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বরুড়া থানা পুলিশের উপ-পরিদর্শক উত্তম বড়ুয়া বাংলানি উজকে বলেন, ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।  
 
বাংলাদেশ সময়: ১১০৯ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২০
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।