ঢাকা, শনিবার, ২১ আষাঢ় ১৪৩২, ০৫ জুলাই ২০২৫, ০৯ মহররম ১৪৪৭

জাতীয়

জগন্নাথপুরে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:১৭, জানুয়ারি ১৪, ২০২০
জগন্নাথপুরে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত

সুনামগঞ্জ: জগন্নাথপুর-সুনামগঞ্জ সড়কে মোটরসাইকেল চাপায় উছরত উল্লাহ (৭৬) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

সোমবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় কলকলিয়া ইউনিয়নের খাশিলা এলাকায় সড়কের পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত বৃদ্ধ উছরত উল্লাহ খাশিলা গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, বেপরোয়া গতিতে রাণীগঞ্জ ইউনিয়নের দিকে যাওয়ার সময় একটি মোটরসাইকেল সড়কের পাশা থাকা বৃদ্ধ উছরত উল্লাহকে চাপা দেয়। এতে ঘটনা স্থলেই তিনি মারা যান।

জগন্নাথপুর থানার ওসি (তদন্ত) নব গোপাল দাস বাংলানিউজকে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ০৫১৬ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২০
এইচএমএস/এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।