ঢাকা, শনিবার, ২১ আষাঢ় ১৪৩২, ০৫ জুলাই ২০২৫, ০৯ মহররম ১৪৪৭

জাতীয়

দোহারে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:০৪, জানুয়ারি ১৪, ২০২০
দোহারে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নবাবগঞ্জ (ঢাকা): ঢাকার দোহার উপজেলায় ১৮৫ পুরিয়া হেরোইন ও মাদক বিক্রয়ের নগদ টাকাসহ মো. পিংকু বেপারী (২৬) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছ র‌্যাব-১১ ব্যাটলিয়নের সদস্যরা।

সোমবার (১৩ জানুয়ারি) বিকালে উপজেলার মেঘুলা শেরে বাংলা মাঠ সংলগ্ন রোহান ভ্যারাইটি স্টোরের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মুন্সিগঞ্জ র‌্যাব-১১ এর পুলিশ সুপার মো. এনায়েত হোসেন মান্নান এ বিষয়ে জানান, সোমবার বিকাল সাড়ে ৪ টার দিকে দোহার থানাধীন মেঘুলা শেরে বাংলা মাঠ সংলগ্ন রোহান ভ্যারাইটি স্টোরের সামনে র‌্যাব অভিযান চালায়।

পরে বিকাল ৫টা ২০ মিনিটে ঘটনাস্থল থেকে পিংকুকে গ্রেপ্তার করা হয়। এসময় পিংকুর কাছে ১৮৫ পুরিয়া হেরোইন ও মাদক বিক্রয়ের নগদ সাড়ে ৪ হাজার টাকা পাওয়া যায়।

বাংলাদেশ সময়: ০৫০৪ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২০
এইচএমএস/এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।