ঢাকা, শনিবার, ২১ আষাঢ় ১৪৩২, ০৫ জুলাই ২০২৫, ০৯ মহররম ১৪৪৭

জাতীয়

নরসিংদীতে স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় মামলা, আটক ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:৪৪, জানুয়ারি ১৪, ২০২০
নরসিংদীতে স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় মামলা, আটক ১

নরসিংদী: নরসিংদীতে ২য় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের ঘটনায় আল আমিন মিয়া নামের একজনকে আটক করেছে পুলিশ।

সোমবার (১৩ জানুয়ারি) দিনগত রাতে তাকে আটক করা হয়।

ধর্ষণের ঘটনায় সোমবার (১৩ জানুয়ারি) সকালে আল আমিনকে আসামি করে নারী ও শিশু নিযার্তন দমন আইনে সদর মডেল থানায় মামলা দায়ের করে ধর্ষণের শিকার ওই ছাত্রীর বাবা।

ওই ছাত্রীকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দুজ্জামান বলেন, নরসিংদীতে অপরাধ করে পার পাওয়ার কোনো সুযোগ নেই। ঘটনার পরপরই ধর্ষণের শিকার ওই ছাত্রীকে সহায়তার জন্য পুলিশের একটি টিম হাসপাতালে পাঠানো হয়েছে। আমরা পলাশ উপজেলায় দ্রুত অভিযান শুরু করি। পরে রাতেই আল আমিনকে আটক করা হয়।

বাংলাদেশ সময়: ০৩৪৪ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২০
এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।