ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

জাতীয়

বেগমগঞ্জে সিলিন্ডার বিস্ফোরণে ২ শ্রমিক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:১৯, জানুয়ারি ৮, ২০২০
বেগমগঞ্জে সিলিন্ডার বিস্ফোরণে ২ শ্রমিক নিহত

নোয়াখালী: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার রসুলপুর ইউনিয়নে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুই শ্রমিক নিহত হয়েছেন।

বুধবার (৮ জানুয়ারি) দুপুরে ইউনিয়নের লাউতলী গ্রামে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বেগমগঞ্জ উপজেলার আমান উল্যাপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে আরমান হোসেন (২৮) ও জিরতলী এলাকার গুলজার আহমদের ছেলে ফয়েজ আহম্মদ (২২)।

স্থানীয়রা জানায়, দুপুরে লাউতলী গ্রামের জাকির আমিনের নষ্ট হয়ে যাওয়া ফ্রিজ মেরামত করতে তার বাড়িতে যায় আরমানসহ দুই টেকনিশিয়ান। এসময় ফ্রিজের কম্প্রেসারে গ্যাস ঢোকানোর সময় বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ঘরের ওই কক্ষের মধ্যে আগুন ধরে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে দুইজন নিহত হয়।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ বাংলানিউজকে জানান, নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০২০ আপডেট: ১৮৪৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।