ঢাকা, বুধবার, ১৮ আষাঢ় ১৪৩২, ০২ জুলাই ২০২৫, ০৬ মহররম ১৪৪৭

জাতীয়

শীতে কাঁপছে মানুষ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৫০, ডিসেম্বর ২০, ২০১৯
শীতে কাঁপছে মানুষ

ফেনী: পৌষ মাসের শুরুতেই হাড় কাঁপানো শীতে কাঁপছে ফেনী। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সারাদিন দেখা যায়নি সূর্য্যর মুখ। উত্তুরের হিমেল হাওয়া ও মাঝারি থেকে ঘন কুয়াশায় ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। তবে নিম্ন আয়ের মানুষজনকে শীতের মধ্যেই কাজে যেতে দেখা গেছে।  

শহরের অলি গলিতে চলছে আগুন জ্বেলে চলে হাত-পা গরম করার মহোৎসব। সন্ধ্যায় রাস্তঘাট হয়ে পড়ছে সুনসান।

 

ফেনী আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ পর্যবেক্ষক মনিরুজ্জামান বলেন, ফেনীর ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। বৃহস্পতিবার ফেনীতে সর্বনিম্ন ১২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। উত্তরের হিমেল হাওয়ার কারণে তাপমাত্রা আরো কমবে।  

এমন অবস্থা ২১ ডিসেম্বর পর্যন্ত থাকবে বলে জানান তিনি।  

 

বাংলাদেশ সময়: ০৭৪৭ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৯
এসএইচডি/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।