ঢাকা, বৃহস্পতিবার, ১৯ আষাঢ় ১৪৩২, ০৩ জুলাই ২০২৫, ০৭ মহররম ১৪৪৭

জাতীয়

রংপুর বিভাগে অতিরিক্ত ৪০ হাজার কম্বল বরাদ্দ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:০৬, ডিসেম্বর ২০, ২০১৯
রংপুর বিভাগে অতিরিক্ত ৪০ হাজার কম্বল বরাদ্দ

ঢাকা: কনকনে শীতের মধ্যে রংপুর বিভাগের আটটি জেলার প্রতিটিতে অতিরিক্ত পাঁচ হাজার করে মোট ৪০ হাজার কম্বল এবং এক হাজার করে মোট আট হাজার শুকনো খাবারের প্যাকেট বরাদ্দ দিয়েছে সরকার।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) পঞ্চগড়, নীলফামারী, ঠাকুরগাঁও, দিনাজপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, রংপুর এবং গাইবান্ধা জেলায় এ বরাদ্দ দেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার সেলিম হোসেন বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন।

মন্ত্রণালয় জানায়, স্থানীয় প্রশাসনের মাধ্যমে এসব কম্বল বিতরণ করা হবে।

বাংলাদেশ সময়: ২০০৪ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৯ 
এমআইএইচ/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।