ঢাকা, বুধবার, ২৪ আষাঢ় ১৪৩২, ০৯ জুলাই ২০২৫, ১৩ মহররম ১৪৪৭

জাতীয়

কিশোরগঞ্জে মুক্তিযুদ্ধভিত্তিক আলোকচিত্র প্রদর্শনী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৫৩, ডিসেম্বর ১৪, ২০১৯
কিশোরগঞ্জে মুক্তিযুদ্ধভিত্তিক আলোকচিত্র প্রদর্শনী

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের ঈশা খাঁ বিশ্ববিদ্যালয়ে চার দিনব্যাপী মুক্তিযুদ্ধভিত্তিক আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১৪ ডিসেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ডিন প্রফেসর রফিকুল আলম এ আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন। ১৭ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে এই প্রদর্শনী।

 

শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উপলক্ষে চার দিনব্যাপী মুক্তিযুদ্ধভিত্তিক আলোকচিত্র প্রদর্শনীতে মুক্তিযুদ্ধের ইতিহাসের ওপর প্রায় শতাধিক ছবি প্রদর্শিত হবে।  

এ সময় উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের চেয়ারম্যান বদরুল হুদা সোহেল, ব্যবসা প্রশাসন বিভাগের চেয়ারম্যান জুয়েল চৌধুরী, আইন বিভাগের প্রভাষক ইকবাল হোসেন, আয়েশা আক্তার লাকী, ইংরেজি বিভাগের প্রভাষক আল মুরসালিন সম্রাট, আসমা পারভীন, ব্যবসায় প্রশাসন বিভাগের প্রভাষক ড. মনিশ সরকার, নিবেদিতা দত্ত, ইমরান আহমেদ শাকীর লাইব্রেরি সায়েন্স বিভাগের প্রভাষক সাঈদ আহাম্মদ রাসেল প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫৪৮ ঘণ্টা, ডিসম্বের ১৪, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।