ঢাকা, শনিবার, ২৮ আষাঢ় ১৪৩২, ১২ জুলাই ২০২৫, ১৬ মহররম ১৪৪৭

জাতীয়

সেনবাগে মোটরসাইকেল দুর্ঘটনায় কিশোর নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:২১, ডিসেম্বর ১৪, ২০১৯
সেনবাগে মোটরসাইকেল দুর্ঘটনায় কিশোর নিহত

নোয়াখালী: নোয়াখালীর সেনবাগে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে সৈকত হোসেন সীমান্ত (১৪) নামে এক কিশোর নিহত হয়েছেন। আহত হয়েছে তার তিন সহপাঠী।

শুক্রবার (১৩ ডিসেম্বর) বিকেলে উপজেলার কেশারপাড় ইউনিয়নের বীরকোর্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

সৈকত ওই এলাকার মাঝি বাড়ির নূর নবীর ছেলে ও কানকিরহাট বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র।

তবে আহত তার সহপাঠীদের নাম-পরিচয় জানা যায়নি।

স্থানীয়রা জানান, বিকেলে একটি মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয় সৈকতসহ তার তিন বন্ধু। পরে তারা কানকিরহাট-বীরকোর্ট সড়কে উঠলে মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে গুরুতর আহত হয় ওই তিন আরোহী। এ অবস্থায় তাদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিলে চিকিৎসক সৈকতকে মৃত ঘোষণা করেন।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৯
এসআরএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।