ঢাকা, বুধবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

জাতীয়

চিকিৎসকের কাছে যাওয়া হলো না বৃদ্ধ টেপরু রায়ের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:৩৪, ডিসেম্বর ৭, ২০১৯
চিকিৎসকের কাছে যাওয়া হলো না বৃদ্ধ টেপরু রায়ের

নীলফামারী: চিকিৎসার জন্য ডাক্তারের কাছে যাওয়া আর হলো না বৃদ্ধ টেপরু রায়ের। ঘাতক মোটরসাইকেলের ধাক্কায় ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি।

ঘটনাটি ঘটেছে শুক্রবার (৬ ডিসেম্বর) দুপুরে কিশোরগঞ্জ-ট্যাংগনমারী সড়কের বাকেরের চাতালের কাছে।

কিশোরগঞ্জ উপজেলার পুটিমারী ইউপির ঘোনপাড়া গ্রামের টেপরু রায় (৭০) ট্যাংগনমারীতে চিকিৎসার জন্য ডাক্তারের কাছে যাচ্ছিল।

পথিমধ্যে বাকেরের চাতালের কাছে ব্যাটারিচালিত একটি অটোতে ওঠার সময় একটি দ্রুতগতির মোটরসাইকেল ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান।

পরে স্থানীয় লোকজন মোটরসাইকেল ও আরোহী পেয়ারুলকে (৩৫) আটক করেছে। তিনি রণচন্ডি ইউনিয়নের দালালটারীর শাহাদতের ছেলে।

কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মফিজুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ২১২৪ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৯
এসএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।