সোমবার (২০ মে) বেলা ১১টায় রাজবাড়ীর ঐতিহ্য রক্ষা আন্দোলন কমিটির উদ্যোগে বিদ্যালয়টির সামনের প্রধান সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন- একুশে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী অধ্যাপক মনসুর উল করিম ঠান্ডু, সদর উপজেলা পরিষদ-এর ভাইস চেয়ারম্যান মো. রাকিবুল হাসান পিয়াল, সাংবাদিক বাবু মল্লিক, সমাজকর্মী মহিতুজ্জামান বেল্লাল, কাজী রতন, লুৎফর রহমান লাবু, সুলতানা আহম্মেদ, শিক্ষক আব্দুর রউফ হিটু।
বক্তারা বলেন, এই বিদ্যালয়ের লাল ভবনটি দেড়শ’ বছরের পুরোনো। এটির সঙ্গে আমাদের হাজার হাজার বর্তমান ও সাবেক শিক্ষার্থীর বহু স্মৃতি জড়িত। এটি রক্ষা করতে হবে। এটি সংস্কার করলে শত শত বছর টিকে থাকবে।
বাংলাদেশ সময়: ১৪১১ ঘণ্টা, মে ২০, ২০১৯
আরএ